স্পোর্টস ডেস্ক : মার্জিডেনঞ্জ-বেঞ্জ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ম্যাচে মায়ামি কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। স্কোর লাইন তার চাক্ষুস প্রমাণ। প্রথমার্ধেই মায়ামির জালে ৪ গোল দিয়ে ফেলে ইউরোপের চ্যাম্পিয়নরা। ৩৯ মিনিটেই জোড়া গোল পূর্ণ করেন জোয়াও নেভেস। এরপর আভিলেসের আত্মঘাতী গোল ও আশরাফ হাকিমির স্ট্রাইক।
দ্বিতীয় হাফে অবশ্য কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করে মায়ামি। বেশকিছু গোলেরও সুযোগ তৈরি করেছিল তারা। ম্যাচের শেষ দিকে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিক পেয়েছিল মায়ামি, মেসির জন্য যা সুইট স্পটের মতো। তবে আর্জেন্টাইন জাদুকর তা থেকে গোল করতে পারেননি। ফলে বিধ্বস্ত মায়ামি বিদায় নেয় শেষ ষোলো থেকেই।
দুর্দান্ত পিএসজির বিপক্ষে এমন ফল যে হবে, তা মেসির কাছে প্রত্যাশিত। ইউরোপের চ্যাম্পিয়ন বলে কথা। ফাইনালে ইন্টার মিলানকেও তো পাত্তা দেয়নি দলটি। সেই ফর্ম এখনও রয়ে গেছে। ম্যাচ শেষে মেসি ডিএসস্পোর্টসকে বলেন, ‘যেমন ভাবা হয়েছিল, ম্যাচে তেমনই হয়েছে। তারা দুর্দান্ত দল, চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী। তাদের ফর্মও ভালো অবস্থায় আছে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং আমার মনে হয় আমরা ক্লাব বিশ্বকাপে ভালো ছাপ রেখেছি।’
গ্রুপপর্বের তিন ম্যাচের মধ্যে দুটিতে ড্র ও একটিতে জয় দিয়ে রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় উঠেছিল মায়ামি। আল আহলির সঙ্গে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে, পোর্তোকে হারায় ২-১ গোলে। এরপর পালমেইরাসের সঙ্গেও ২-২ গোলে ড্র। পিএসজির বিপক্ষে হারায় বিদায় নিশ্চিত হলো শেষ ষোলো থেকেই। কোয়ার্টার ফাইনালে পিএসজি মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের।
কিউএনবি/আয়শা//৩০ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৩০