বিনোদন ডেস্ক : প্রতি বছর ঈদ এলেই জমে ওঠে সিনেমার বাজার। প্রেক্ষাগৃহ সংকটের মধ্যে সর্বাধিক সিনেমা মুক্তি পায় এ সময়। এর মধ্যে দু-একটি আলোচনায় থাকলেও, অধিকাংশ সিনেমা মুখ থুবড়ে পড়ে। এদিকে সারা বছর প্রেক্ষাগৃহ থাকে দর্শকশূন্য। নতুন সিনেমার অভাবে প্রেক্ষাগৃহের সংখ্যা দিন দিন কমে এখন ষাটের ঘরে। তবুও নতুন সিনেমা মুক্তির নিয়ে কারও মুখে শব্দ নেই। উৎসবকেই সব সময় বেছে নিচ্ছেন মৌসুমি পরিচালক-প্রযোজকরা।
ঈদে মুক্তি মিছিল থেকে ছিটকে পড়া সিনেমা ‘নাদান’। গত ১৩ মে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে নির্মাতা ঘোষণা দিয়েছিলেন ঈদে মুক্তির। কিন্তু শেষ পর্যায়ে এসে পিছিয়ে যায়। নির্মাতা জানিয়েছিলেন, কারিগরি জটিলতার কারণে ঈদে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। ঈদে না এলেও অন্য উৎসবে আসছে ‘নাদান’। এবার জানা গেছে, পূজায় সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছেন নির্মাতা ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘নতুন সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষ্যে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। সব ঠিক থাকলে ২৬ সেপ্টেম্বর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে এটি।’ তিনি আরও জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, সায়মা স্মৃতি, রাকিব হোসেন ইভন, এরফান মৃধা শিবলু, সাইফ খান, জুয়েল জহুর প্রমুখ।
ঈদেই মুক্তির কথা ছিল ঢালিউডের ব্যস্ততম নায়িকা শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’। তবে ভিএফএক্সের কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি। এটিও দুর্গাপূজা উপলক্ষে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নির্মাতা জাহিদ জুয়েল। নির্মাতা বলেন, ‘নানা কারণে ঈদের সময় মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তাই দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা দর্শকের সামনে আসতে চাই। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। শিগ্গির সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে মুক্তির তারিখ।’ রহস্য এবং মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানায় নির্মিত হয়েছে এ সিনেমাটি। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আদর আজাদ ও বুবলী। আরও আছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু প্রমুখ।
এদিকে পূজায় মুক্তির তালিকায় রয়েছে বুবলী অভিনীত আরও একটি সিনেমা ‘সর্দার বাড়ির খেলা’। এরইমধ্যে প্রস্তুতি শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন বলে জানিয়েছেন নির্মাতা রাখাল সবুজ। সরকারি অনুদানে নির্মিত হয়েছে এ সিনেমাটি। এর পূর্বের নাম ছিল ‘পুলসিরাত’। পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে এটি সেন্সর ছাড়পত্র পায়। এতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ।
এদিকে কুরবানির ঈদেই হঠাৎ করেই মুক্তির ঘোষণা আসে ‘শিরোনাম’ নামে একটি সিনেমার। নিরব হোসেন ও ইয়ামিন হক ববি জুটির সিনেমাটি অবশেষে আর মুক্তি পায়নি। আসন্ন পূজায় কি এটি মুক্তি পাবে? এমন প্রশ্নে অনিক বিশ্বাস বলেন, ‘আমরা যখন ঈদে মুক্তির ঘোষণা দিই, তখন পাঁচ-ছয় দিনের শুটিং বাকি ছিল। চাইলে দ্রুত কাজ শেষ করা যেত। কিন্তু আমরা তাড়াহুড়া করতে চাইনি। আমাদের শুটিং শেষ করেই আমরা মুক্তির সিদ্ধান্ত নেব। এখনো আমরা নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছি না। আশা করি চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পারবেন।’ বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এ সিনেমাটি। সমসাময়িক অনেক বিষয় উঠে আসবে এতে। থাকবে সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার কথা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, ফারজানা ছবি, দিলরুবা দোয়েল প্রমুখ।
কিউএনবি/আয়শা//২৯ জুন ২০২৫, /দুপুর ২:৩৮