জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সবাই মিলে প্লাষ্টিক দূষণ রোধ করি এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (২৫জুন) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
এসময় মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসার মো.আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক,মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো.সেলিম রানা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা বনবিভাগের ফরেষ্টার মো.তৌহিদুল ইসলাম তৌহিদ,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
র্যালি ও আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম উপজেলা পরিষদের চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন।