মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : গুনগত মানের আখ উৎপাদন ও আখের একর প্রতি ফলন বৃদ্ধির লক্ষে আধুনিক ও উন্নত কলাকৌশল প্রয়োগে আখ আবাদ শীর্ষক বিষয়ক খামার দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।জয়পুরহাট সুগার মিলস্ লিঃ এর আয়োজনে রবিবার (২২ জুন) সকালে সদর উপজেলার রাঘবপুর ইক্ষুকেন্দ্রে এ খামার দিবস অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যদেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন সদর দপ্তরের প্রধান সিপিই গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় আখচাষী ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ, জয়পুরহাট চিনিকলের জি এম (কৃষি) তারেক ফরহাদ, জিএম (অর্থ) আতিকুজ্জামান, জিএম (কারখানা) আব্দুর রাজ্জাক, জিএম (প্রশাসন) শাহিনুল ইসলাম, আখ চাষী সমিতির সভাপতি বাবু চৌধুরী ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ হোসেন।অনুষ্ঠানে বক্তারা আখের ফলন বৃদ্ধি ও গুনগত মানসম্পন্ন আখ উৎপাদনে কৃষকদের মাঠ পর্যায়ে কিভাবে আখ চাষ করতে হবে সে বিষয়ে বিভিন্ন দিকনির্দশনা মূলক বক্তব্য দেন।
কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৫, /বিকাল ৪:৪৩