এম এ রহিম চৌগাছা (যশোর) : কুরবানী ঈদের দীর্ঘ ছুটিতেও চৌগাছা উপজেলায় পরিবার পরিকল্পনার দপ্তরের অধীনে চলেছে মা ও শিশু স্বাস্থ্যর উপর বিশেষ সেবা। পরিবার পরিকল্পনার বিভিন্ন সামগ্রী এবং কাউন্সিলিং সেবা পেয়েছে উপজেলার সেবাগ্রহীতারা। জানা যায়, চলতি বছর পবিত্র ঈদ উল-আজহাতে দীর্ঘ ১০দিন ছুটির কবলে পড়ে দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠান। দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলের মা ও শিশুদের স্বাস্থের উপর এই ছুটির কোন প্রভাব না পড়ে সেজন্য পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক এবং বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটিকালীন সময়ে মা ও শিশুর স্বাস্থের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনার আলোকে ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের অধীন চৌগাছা উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের অধীনস্থ চৌগাছা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং নারায়ণপুর, সুখপুকুরিয়া, স্বরুপদাহ, হাকিমপুর, পাতিবিলা, জগদীশপুর, ফুলসারা, পাশাপোল, ধুলিয়ানী, সিংহঝুলী ও চৌগাছা সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মা ও শিশু স্বাস্থ্যের উপর এই বিশেষ সেবা প্রদান করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘ ছুটিকালীন বৃহ¯পতিবার (৫জুন) থেকে শনিবার (১৪জুন) ১০ দিন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা নিরলসভাবে পরিবার পরিকল্পনা বিভাগের নির্দেশনা মেনে বিভিন্ন সেবা প্রদান করেন। চৌগাছা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চৌগাছা ইউনিয়নের ১২ জনকে খাবার বড়ি, ১১ জনকে ব্যবহার সামগ্রী, ৭ জনকে ইনজেকশন, ১ জনকে আইইউডি সেবা, ১৭ জনকে গর্ভবতী সেবা ও কাউন্সিলিং, ৬ জনকে প্রসব সেবা, ৬ জনকে প্রসবোত্তর সেবা এবং ১৫ দ¤পতিকে মটিভিশন করা হয়।
এছাড়া ছুটির এই ১০ দিনে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নে ১২ জনকে খাবার বড়ি, ১০ জনকে ব্যবহার সামগ্রী, ২৩ জনকে ইনজেকশন, ১০ জন গর্ভবতী সেবা, ৬ জনকে প্রসবোত্তর সেবা, ১১ কিশোর কিশোরী সেবা এবং ১৪ জনকে অনুর্ধ ৫ বছর বয়সী সেবা দেয়া হয়। নারায়নপুরে ২ জনকে খাবার বড়ি, ৯ জনকে ব্যবহার সামগ্রী, ৪ জনকে ইনজেকশন, ৭ জন গর্ভবতী সেবা ও কাউন্সিলিং, ৫ জনকে দীর্ঘ মেয়াদী পদ্ধতি স¤পর্কে কাউন্সিলিং, ৪ কিশোর-কিশোরীকে কাউন্সিলিং, ৪ জনকে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে কাউন্সিলিং ছাড়াও ২ শিশুকে পরবর্তী সেবার জন্য রেফার করা হয়। স্বরূপদাহ ইউনিয়নের ১৬ জনকে খাবার বড়ি, ১৩ জনকে ব্যবহার সামগ্রী, ৭ জনকে ইনজেকশন ৪ জনকে গর্ভবতী সেবা, ৮ জনকে শিশু সেবা ও ৩০ জনকে সাধারণ সেবা দেয়া হয়। পাতিবিলা ইউনিয়নে ২ জনকে খাবার বড়ি, ২ জনকে ব্যবহার সামগ্রী, ১ জনকে ইনজেকশন, ২ জনকে গর্ভবতী সেবা, ২ কিশোর-কিশোরীকে সেবা, ২ জনকে দীর্ঘ মেয়াদি পদ্ধতি স¤পর্কে কাউন্সিলিং, ২ জনকে প্রসব পরবর্তী সেবা এবং ১টি স্বাভাবিক ডেলিভারি স¤পন্ন করা হয়েছে।
সিংহঝুলী ইউনিয়নের ৭ জনকে খাবার বড়ি, ৫ জনকে ইনজেকশন ও ৪ জনকে ব্যবহার সামগ্রী দেয়া এবং ২ জনকে গর্ভবতী মায়ের সেবা ও কাউন্সিলিং করা হয়। জগদীশপুর ইউনিয়নের ১১ জনকে ইনজেকশন, ১২ জনকে খাবার বড়ি, ১১ জনকে ব্যবহার সামগ্রী প্রদান এবং ১ জনকে গর্ভবতী মায়ের সেবা, ১ জনকে গর্ভবতী সেবা, ৪ জনকে শিশু সেবা, ৪ জনকে কিশোর- কিশোরী সেবা। হাকিমপুরে ২ জনকে গর্ভবতী সেবা, ৩ জনকে প্রসবত্তোর সেবা, ৬ জনকে খাবার বড়ি, ৪ জনকে ব্যবহার সামগ্রী, ৩ জনকে ইনজেকশন দেয়া হয়। সুখপুকুরিয়া ইউনিয়নের ৩ জনকে খাবার বড়ি, ১১ জনকে ইনজেকশন, ৯ জনকে ব্যবহার সামগ্রী এবং ২ জনকে গর্ভবতী মায়ের সেবা ও কাউন্সিলিং, ৩ জনকে দীর্ঘমেয়াদী কাউন্সিলিং, ৫ কিশোর-কিশোরীকে সেবা ও ৪ জনকে প্রসব পরবর্তী সেবা দেয়া হয়।
এছাড়া ধুলিয়ানী ইউনিয়নের ৪ জনকে ব্যবহার সামগ্রী, ৪ জনকে ইনজেকশন ও ৪ জনকে খাবার বড়ি, ৬ জনকে দীর্ঘ মেয়াদী সেবায় উদ্বুদ্ধ করা, ৮ জনকে গর্ভবতী সেবা, ৬ শিশুকে সেবা ও ২০ জন কিশোর কিশোরীকে সেবা দেয়া হয়েছে। এবিষয়ে চৌগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকা মিথুনুর রহমান বলেন, চলতি বছর ঈদ উল আজহায় দেশ দীর্ঘ ছুটির কবলে পড়ে। পরিবার পরিকল্পনা অফিসও একইভাবে দীর্ঘ ছুটিতে পড়ে। এতে করে পরিবার পরিকল্পনা সেবার আওতাধীন পরিবারগুলো সেবা বঞ্চিত হওয়ার আংশকা দেখা দেয়। এই সংকট কাটাতে ও সেবা কার্যক্রম চালু রাখতে পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক ও খুলনা বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেয়া হয়। নির্দেশনার আলোকে আমরা ছুটির দিনগুলোতেও বিশেষ সেবা প্রদান করেছি।
কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৫, /রাত ৮:১৮