স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (১২ জুন) ফিফার হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ১০৯৯.৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ১২৮ নম্বরে আছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে ৭.৫৫।
গত ২৬ মে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার সময় বাংলাদেশ র্যাঙ্কিংয়ে ১৩৩ নম্বরে অবস্থান করছিল। এরপর প্রথম ম্যাচে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে আফঈদা-রূপনাদের নিয়ে গড়া বাংলাদেশ দল। পরের ম্যাচে ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানের বিপক্ষেও ২-২ গোলে ড্র করে বাটলারের দল। র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা দুই দলের বিপক্ষে ড্র করাতেই এই উন্নতি হয়েছে বাংলাদেশের মেয়েদের।
নারীদের র্যাঙ্কিংয়ে সেরা তিনে কোনো পরিবর্তব নেই। আগের মতোই যুক্তরাষ্ট্র শীর্ষে, স্পেন দ্বিতীয় ও জার্মানি তৃতীয়। তবে চার ধাপ এগিয়ে চারে উঠেছে ব্রাজিল। এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা অবস্থানে জাপান, ৭ নম্বরে। নয়ে আছে দক্ষিণ কোরিয়া। আর মেসির দেশের মেয়েরা আছে ৩২ নম্বরে।
কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:৩৫