তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : অসংখ্য ত্যাগ ও রক্তের বিনিময়ে দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার সরকার ইতোমধ্যে পতন হয়েছে। এ বিজয় ছিনিয়ে আনতে রাজপথের আন্দোলনে শত শত মানুষকে ঢেলে দিতে হয়েছে বুকের তাজা রক্ত। সন্তান হারিয়ে এ-সকল শহীদ পরিবার আজ দিশেহারা। সংসারের একমাত্র উপার্জনাক্ষম সদস্যকে হারিয়ে কেউবা অতল সাগরে হাবুডুবু খাচ্ছেন। তাদের অনেকেরই পাশে দাঁড়ানোর মত কেউ নেই। এ বাস্তবতায় যেনো ছাঁয়া হয়ে পাশে দাঁড়ালেন দুর্গাপুর কলমাকান্দার কৃতিসন্তান, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ঈদ আনন্দ সবাই যেনো এক সঙ্গে ভাগাভাগি করে নিতে পারে সে জন্য নিজ অর্থায়নে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা থেকে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৮টি শহীদ পরিবারে পাঠিয়েছেন ঈদ উপহার।
বুধবার (০৪ মে) বিকেলে দুর্গাপুর থেকে যে চারজন শহীদ হয়েছেন, এমন প্রতিটি পরিবারের জন্যই পাঠানো হয়েছে ঈদ উপহার। প্রতি পরিবারের জন্য যে ঈদ সামগ্রী পাঠানো হয়েছে তারমধ্যে, কোরবানি দেয়ার জন্য ১টি খাসি, ২ বস্তা চাউল, ৫ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ১ কেজি হলুদ, ১ কেজি মরিচ, ৫শ গ্রাম ধনিয়া, ৫শ গ্রাম আদা, পাঁচমিশালী মশলা ১ পেকেট, ৫ লিটার সয়াবিন তেল, ৪ পেকেট সেমাই, ২ পেকেট নুডুলস, ২ কেজি চিনি, ৫শ গ্রাম গুড়ো দুধ, ২ কেজি আলু ও ১ কেজি লবন পরিবারের সদস্যদের জন্য নতুন জামা-কাপড়। এ সময় অন্যদের মাঝে, পৌর যুবদলের আহবায়ক স¤্রাট গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর্জা নজরুল, যুগ্ম-আহব্বায়ক লালচাঁন মোল্লা, স্বেচ্ছাসেবকদল নেতা আঃ খালেক, সুলতান মাহমুদ, মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপি‘র সদস্য হাবিবুর রহমান মাস্টার, শহীদ পরিবারের অন্যান্য সদস্যগণ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রী পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন শহীদ জাকির হোসেনের মা। তিনি বলেন, আমার একমাত্র ছেলে জাকির হোসেন ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হয়েছেন।
আজকে জাকির হোসেন নাই, আমি মনে করি আমার আরেক ছেলে ব্যারিস্টার কায়সার কামাল আছে আমার পাশে। এতো গুলো ঈদ উপহার পেয়ে আমি খুশি হয়েছি। আমি দোয়া করি সে যেনো দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমি চাই, আমার ছেলে সহ যাদের পরিবার আজও শোকে কাঁদছে, তাদের বিচার যেনো এই বাংলার মাটিতেই হয়। বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল যুগান্তর কে বলেন, দুর্গাপুর-কলমাকান্দা উপজেলার শহীদ পরিবারের সদস্যদের সান্তনা দেওয়ার ভাষা আমার জানা নেই। ঈদের আনন্দ ভাগ করে নিতে, আমি আমার দায়িত্ববোধ থেকে এসকল পরিবার ছাড়াও অন্যান্য অসহায় পরিবার গুলোকে চিকিৎসা, আবাসন ব্যবস্থা সহ নানাবিধ সহযোগিতা করে যাচ্ছি। ইতোমধ্যে অপরাধীদের বিচার কাজ শুরু হয়েছে। বিএনপি মাটি ও মানুষের দল, বিএনপি ক্ষমতায় গেলে, স্বজনহারা পরিবারগুলেকে যারা নিঃস্ব করেছে, তারা অবশ্যই ন্যায়বিচার পাবে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি, মহান আল্লাহ্ধসঢ়; তাদের উত্তম মর্যাদা দান করুন।
কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৫, /সকাল ১০:১২