নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ সদর উপজেলার নির্বাহী অফিসার ইবনুল আবেদীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সদর উপজেলার কৃষি অফিসার মনিরুল ইসলাম, অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, বক্তারপুর ইউপি চেয়ারম্যান সারোয়ার কামাল প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ফিরোজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা আমিনুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী, কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মানসম্মত কৃষি ব্যবস্থাপনা, বালাইনাশক সংরক্ষণ, উত্তম কৃষি চর্চা ও ফসল সংগ্রহ বিষয়ে আলোচনা করা হয়।
কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৫, /দুপুর ২:৪৭