স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে যশোরের মনিরামপুরে হরিহরনগর ও খেদাপাড়ায়। রোববার জিয়াউর রহমানের জিবনীর উপর আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করা হয়। হরিহরনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে খাটুরা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব বিএনপি নেতা গাজী আব্দুস সাত্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝাপা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আহমেদ, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজিবর রহমান, আসাদুজ্জামান, শামছুজ্জামন, আলমগীর হোসেন, হরিহরনগর ইউপি বিএনপি নেতা রুহুল কুদ্দুস, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, ছাত্রদল নেতা কামরুজ্জামান প্রমুখ।
অপরদিকে খেদাপাড়া বাজারে অনুরুপভাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়। বিকেলে খেদাপাড়া বাজারে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছা। এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফেরদৌস আলী খোকার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, বিআরডিবির চেয়ারম্যান মুনছুরুর রহমান, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন প্রমুখ। পরে দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়।
কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৫, /দুপুর ১২:২৬