আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সম্প্রতি অর্থনৈতিক ও প্রযুক্তিগত রূপান্তরের পথে এক সাহসী পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার দেশটির ইতিহাসে প্রথম কৌশলগত বিটকয়েন রিজার্ভ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
লাস ভেগাসে আন্তর্জাতিক দর্শক-শ্রোতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বিলাল বিন সাকিব বলেন, ‘আমাদের যুবসমাজ অনলাইন ও অন-চেইন মিলিয়ে পাকিস্তানে ৪ কোটির বেশি ক্রিপ্টো ওয়ালেট রয়েছে। যাদের গড় বয়স ২৩ বছর। এখন পাকিস্তানকে অতীত দিয়ে নয়, ভবিষ্যতের জন্যই মূল্যায়ন করা হচ্ছে’।
তিনি আরও জানান, বিশ্বের অন্যতম গতিশীল পাকিস্তানের উদীয়মান ফ্রিল্যান্সিং অর্থনীতি দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে।
‘সরকার ইতোমধ্যেই একটি জাতীয় বিটকয়েন ওয়ালেট চালু করেছে এবং ক্রিপ্টোকারেন্সি মাইনিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্যকেন্দ্রগুলোর জন্য অতিরিক্ত ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দিয়েছে’ বলেও উল্লেখ করেন তিনি।
বিলাল বিন সাকিব বলেন, এ উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে—স্বতন্ত্র মাইনার, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্লকচেইন কোম্পানিগুলোকে পাকিস্তানে বিনিয়োগ ও উদ্ভাবনে উৎসাহিত করা।
পাকিস্তান ডিজিটাল অ্যাসেট অথরিটি (পিডিএএ) গঠনের ঘোষণা
এ সময় আরও একটি উল্লেখযোগ্য ঘোষণা হচ্ছে- পাকিস্তান ডিজিটাল অ্যাসেট অথরিটি (পিডিএএ) গঠন। যা দেশটির প্রায় ২৫ বিলিয়ন ডলার মূল্যের অনানুষ্ঠানিক ক্রিপ্টো মার্কেটকে নিয়ন্ত্রণ করবে। দেশটির অর্থ মন্ত্রণালয় গত ২১ মে পিডিএএ-এর অনুমোদন দেয়।
পিডিএএ মূলত ক্রিপ্টো এক্সচেঞ্জ, ওয়ালেট, স্টেবলকয়েন এবং ডেসেন্ট্রালাইজড ফাইন্যান্স (DeFi) অ্যাপ্লিকেশন তদারকি করবে। জাতীয় সম্পদ ও ঋণ টোকেনাইজেশনের মাধ্যমেও এটি উদ্ভাবনকে উৎসাহিত করবে।
একই সঙ্গে সংস্থা আন্তর্জাতিক মান, বিশেষ করে FATF-এর (Financial Action Task Force) মানদণ্ড অনুযায়ী কার্যক্রম পরিচালনার দিকেও নজর রাখবে।
বিলাল বিন সাকিব বলেন, ‘পিডিএএ গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বৈশ্বিক বিনিয়োগকারীদের সুরক্ষা দেবে এবং পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল অর্থনীতির অংশ করে তুলবে’।
তিনি এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘পাকিস্তানে এসে এখানকার প্রযুক্তিখাতে বিনিয়োগ করুন’।
সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পুত্র এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তাদেরকে পাকিস্তান-ভারত আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সহায়তার জন্য সম্মাননা দেওয়া হয়।
পাকিস্তান ডিজিটাল অ্যাসেট অথরিটি (পিডিএএ) কী?
পিডিএএ হলো নতুন প্রতিষ্ঠিত একটি নিয়ন্ত্রক সংস্থা। যার কাজ পাকিস্তানের ডিজিটাল অ্যাসেট বা ক্রিপ্টো সম্পদ বাজারকে নিয়ন্ত্রণ ও সংগঠিত করা। এর মাধ্যমে বিনিয়োগকারীদের সুরক্ষা, বাজারের স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ নিশ্চিত করা হবে। DeFi, এক্সচেঞ্জ, ওয়ালেট এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মকে নিয়মের আওতায় এনে পিডিএএ পাকিস্তানের ডিজিটাল অর্থনীতিকে একটি স্থিতিশীল কাঠামো দেবে।
কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /রাত ৮:২২