স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে নিখোঁজ হবার দুই সপ্তাহ পার হলেও এখনও কিশোর অনিকের সন্ধান মেলেনী। ফলে এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। এ দিকে সন্তানের কোন সন্ধান না পেয়ে অনিকের পিতা-মাতা শোকে মুহ্যমান হয়ে পড়েছে।
জানাযায়, উপজেলার খানপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের পরিমল দাসের ছেলে অনিক দাস (১৪) গত ২ মে সকাল ১০ টার দিকে মনিরামপুর পৌরশহরে যাবার কথা বলে বাড়ি থেকে রওনা হয়ে আর ফেরেনি। স্বজনরা আত্মীয়-স্বজনসহ ছেলের বন্ধু মহলে খোঁজ নিয়েও কোন সন্ধান পাননি। ছেলে হারানোর কষ্টে পিতা-মাতা পাগল প্রায়।
এ ব্যাপারে অনিকের পিতা ১২ মে মনিরামপুর থানায় একটি জিডি করেন(জিডিনং ৫১৮)। যদি কোস সহৃদয় ব্যক্তি অনিকের সন্ধান পান তাহলে তার পিতার মোবাইল নম্বরে ০১৭৪৬০১৫৩০৭ যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নূর মোহাম্মদ গাজী জানান, নিখোঁজ অণিকের সন্ধানে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে।
কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৫, /রাত ৯:৪৩