 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্পোর্টস ডেস্ক : আশঙ্কা কেটে গেছে। ঈদের আগে সুস্থ হয়ে বাসায়ও ফিরেছিলেন। তবে হৃদরোগের উন্নত চিকিৎসার প্রয়োজনে অবশেষে বিদেশে পাড়ি জমিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
সেখানে এনজিওগ্রামের মাধ্যমে ধরা পড়ে তার এক শিরায় শতভাগ ব্লক। তাৎক্ষণিকভাবে সেই ব্লক করা রক্তনালীতে স্টেন্ট পরানো হয়। পরে ২৮ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে।
চিকিৎসকদের পরামর্শে তখনই জানানো হয়েছিল, ঝুঁকিমুক্ত হলেও তার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন হতে পারে। সে ধারাবাহিকতায় এবার তাকে সিঙ্গাপুর নেওয়া হলো। যদিও সেখানে তিনি কোন হাসপাতালে ভর্তি হবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:০২