হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থিদের দায়ী করে, আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত করে জড়িতদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট আল শারা। সোমবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তার মিত্ররা দোষী হলেও শাস্তির আওতায় আনা হবে। আইন সবার ওপর সমানভাবে প্রযোজ্য হবে বলেও জানান আল শারা।
প্রেসিডেন্ট আল শারার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে দেশটির উত্তেজনা কমানোর জন্য কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বলেন, শারা একটি অন্তর্ভুক্তিমূলক নীতি অনুসরণ করছেন। এদিকে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক প্রধান ফলকার তুর্ক জানান, নারী, শিশুসহ বেসামরিকদের হত্যা নিয়ে অত্যন্ত উদ্বেগজনক প্রতিবেদন মিলেছে। তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিয়ে দোষীদের বিচারের দাবি জানান।
অন্যদিকে, সোমবার সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন ও যুক্তরাষ্ট্র সমর্থিত দল সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফের কমান্ডার মাজলুম আবদির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। দীর্ঘ সময় ধরে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তেল-সমৃদ্ধ অঞ্চলের বেশিরভাগই এসডিএফের নিয়ন্ত্রণে ছিল। এই চুক্তিকে বিজয় হিসেবে দেখছেন প্রেসিডেন্ট আহেমদ আল শারার সমর্থকরা।
চুক্তি অনুযায়ী, দলটি দেশের বর্তমান প্রশাসনের নিয়ন্ত্রণে থেকে তাদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবে। এর মাধ্যমে, এসডিএফ-শাসিত অঞ্চলটি সম্পূর্ণভাবে শারা প্রশাসনের নিয়ন্ত্রণে চলে আসবে। চুক্তি স্বাক্ষরকালীন শত্রুতা ভুলে গিয়ে একসঙ্গে আসাদপন্থিদের সিরিয়া থেকে বিতাড়িত করার প্রতিশ্রুতি দেন আবদি।