ডেস্ক নিউজ : জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্ব গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। আর এ নতুন দলের আহবায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।
সবশেষে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সাম্যের কথা বলতে চাই। আমরা পেছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সাম্যের, সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি।
কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৬