লুৎফুন্নাহার রুমা, বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : প্রাক বড়োদিন উৎসব ২১শে ডিসেম্বর -২০২৪ খ্রি আয়োজনে -জনাথন কনক ফাউন্ডেশন। চর গোবাদিয়া খ্রষ্টানপাড়স শম্ভু গঞ্জ ময়মনসিংহ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আর কে কমিশন স্কুলের ছাত্রছাত্রী সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে।
পিটার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন্নাহার। বিশেষ অতিথি -সহকারী শিক্ষা অফিসার -মিতালী বনিক এবং আরো ছিলেন পুলিশ অফিসার -ওমর ফারুক। অনুষ্ঠানি সুষ্ঠু শান্তি পূর্ণ মনোরম এবং ফলভাবে আয়োজিত হয়।
কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৫৫