আন্তর্জাতিক ডেস্ক : লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভের হত্যার ঘটনায় ইউক্রেনকে চরম মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।
এ বিষয়ে মেদভেদেভ তার কার্যালয় থেকে বলেন, আমাদের জাতিকে ভয় দেখানো, রুশ আক্রমণ থামানো বা ভীতির সঞ্চার করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। পতনের দ্বারপ্রান্তে থাকা দেশটির (ইউক্রেনের) সামরিক ও রাজনৈতিক নেতৃত্বসহ, বান্দেরাইট নাৎসিদের জন্য শাস্তি অপেক্ষা করছে।
মেদভেদেভ কিরিলভ হত্যার নিন্দা জানিয়ে একে ইউক্রেনের পতনের চিহ্ন বলে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই সন্ত্রাসী হামলা বান্দেরাইট নাৎসি শাসনব্যবস্থার যন্ত্রণার প্রকাশ। যারা পশ্চিমা পৃষ্ঠপোষকদের চোখে নিজেদের টিকে থাকার জন্য ভিত্তি প্রদর্শন এবং প্রাণঘাতী যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি তারা বেসামরিক নাগরিকদের ওপর কাপুরুষোচিত হামলা চালাচ্ছে।
এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে মস্কোর রিয়াজানস্কি অ্যাভিনিউর একটি আবাসিক ভবনের প্রবেশপথের কাছে একটি স্কুটারে পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে হামলা চালানো হয় বলে জানিয়েছেন তদন্তকারীরা। এই বিস্ফোরণে ৫৪ বছর বয়সি কিরিলভ ও তার সহকারী নিহত হন। রুশ তদন্ত কমিটি এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে শ্রেণিবদ্ধ করেছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেনকো। সূত্র: তাস
কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩