লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযানে ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার এসআই অংকন সরকার সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ নেতা হেলালুল ইসলাম সুরুজ (৬৬), পিতামৃত-হালিম উদ্দিন, ইউনিয়ন-বলাশপুর, মোঃ মাসুদ খান (৩৫) পিতামৃত-বাচ্চু খান, স্টেশন রোড ০২নং গেইট, উভয় থানা-কোতোয়ালী, বায়োজিদ ইমন (২০), পিতা-শাহজাহান মোল্লা, গ্রাম-শ্রীপুর, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন স্টেশন রোড এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই সোহেল রানা সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনায় মোঃ আকরাম হোসেন (২৬), পিতামৃত- জাকির হোসেন, সিটিকর্পোরেশন আকুয়া গরুর খোয়ার মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া ভাঙ্গাপুল হতে গ্রেফতার করেন।
এসআই খলিলুর রহমান সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ পিয়াস (২২), পিতা-সুরুজ্জামান, ইউনিয়ন -আটপাড়া, থানা-নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনা, রিফাত আহম্মেদ নিরব (২৩), পিতা-জমির হোসেন জাবেদ, -চায়না মোড়, অতশী আক্তার লুবনা (২২), পিতা-রেজাউল করিম, ইউনিয়ন -চুরখাই,ঝর্ণা আক্তার আলমিনা ওরফে দিপা (১৯), পিতামৃত-জাহাঙ্গীর আলম, দাপুনিয়া,সর্ব থানা-কোতোয়ালী. জেলা-ময়মনসিংহদেরকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া খালপাড় সরকারী পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করেন।
এসআই রাসেল ইয়ার খান সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জুয়েল লাল সরকার (৪২), পিতা-পুষ্প লাল সরকার, গ্রাম-কলাবাধা দুরমুট, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর,বর্তমান ঠিকানা মৈত্রী টাওয়ার গোলপুকুর পাড়, জাহিদুল ইসলাম (২৫)পিতা-সিরাজুল ইসলাম, মাতা- জাহানারা বেগম, ইউনিয়ন -ভাবখালী কচুরপাড়, উভয় থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া খালপাড় সরকারী পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করেন। আসামীদেরকে চালান মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়।
কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৪৪