আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো বৃহস্পতিবার জানিয়েছে, তারা সিরিয়ার হামা শহরের দিকে অগ্রসর হতে শুরু করেছে। সরকারি বাহিনী রাশিয়ার বিমান হামলার সহায়তায় হামার দখল রক্ষার করছে।
বিরোধী বাহিনীর কমান্ডার হাসান আবদুল ঘানি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাদের বাহিনী হামার দিকে প্রবেশ করতে শুরু করেছে। তবে, সরকারি মিডিয়া পূর্বে রিপোর্ট করেছে, সরকারপন্থী বাহিনী একটি আক্রমণ প্রতিহত করেছে।
বিরোধী বাহিনীগুলো মঙ্গলবার থেকে হামার দিকে প্রবেশের চেষ্টা করছিল। বুধবার রাতভর সিরীয় সেনা ও ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীর সাথে তাদের সংঘর্ষ হয়েছে। সাথে ছিল রাশিয়ার বিমান হামলা।
পূর্বাঞ্চলীয় আলেপ্পো শহর দখলের পর বিরোধী বাহিনী দক্ষিণে অগ্রসর হয়ে হামার নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ পাহাড়ে পৌঁছেছে। এর পরে তারা হামার শহরের পূর্ব এবং পশ্চিম দিকের দিকে অগ্রসর হচ্ছে।
হামা শহরটি ২০১১ সাল থেকে সরকারি বাহিনীর অধীনে রয়েছে। এই শহরের দখল বিরোধী বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে তারা হোমস শহরের দিকে অগ্রসর হতে পারবে। হোমস শহরটি দেশের প্রধান শহরগুলোর সংযোগস্থল হিসেবে কাজ করে। হামা শহরে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী যেমন খ্রিস্টান ও ইসমাইলি মুসলিমরা বসবাস করে। এদিক থেকেও এর নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ।
সিরিয়ার সবচেয়ে শক্তিশালী বিরোধী গোষ্ঠী, ‘হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে রয়েছেন আবু মুহাম্মদ আল-গোলানি। তিনি সিরিয়ার ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে, অনেকেই তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বুধবার গোলানি আলেপ্পোর ঐতিহাসিক দুর্গ পরিদর্শন করেন।
এইচটিএস ও অন্যান্য বিরোধী বাহিনীগুলো আলেপ্পোতে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং তাদের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা নিয়ে গঠিত ‘সালভেশন গভর্নমেন্ট’-এর অধীনে শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে।
এদিকে, আলেপ্পোর বাসিন্দারা জানাচ্ছেন, সেখানে রুটি ও জ্বালানি তেলসহ মৌলিক জিনিসপত্রের সংকট তৈরি হয়েছে এবং টেলিযোগাযোগ সেবা বন্ধ হয়ে গেছে। সূত্র : আল আরাবিয়া
কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৭