স্পোর্টস ডেস্ক : নভেম্বর ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা এবং তার স্ত্রী রিতিকা সাজদেহর ঘোর আলো করে এসেছে এক পুত্রসন্তান। ছেলের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে ভারতের একাদশে ছিলেন না রোহিত।
এছাড়া তাদের দুই পাশে ছোট দুটি পুতুলের একটির উপর লেখা ‘স্যামি’, এটি মূলত তাদের মেয়ে সামায়রার নামের সংক্ষেপিত রূপ। আর অন্য পুতুলটির উপর লেখা ‘আহান’। এর থেকেই নেটিজেনরা ধারণা করছেন, রোহিত-রিতিকা দম্পতির ছেলের নাম আহান।
এদিকে ছেলের জন্মের পরপরই অস্ট্রেলিয়া ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত। ভারতের হয়ে পিংক বলের একটি প্রস্তুতি ম্যাচেও অংশ নিয়েছেন তিনি। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেইডে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া পিংক বল টেস্ট ম্যাচ।
কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০০