শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শার গোড়পাড়া স্কুল মাঠে একই স্থানে বিএনপি’র দু-গ্রুপের কর্মি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ সময় উত্তেজিত কর্মিরা মঞ্চ ও চেয়ার ভাংচুর করেছে। মুহু মুহু বোমা বিষ্ফোরন ঘটিয়েছে। এ সময় আহত হয়েছে ৫ নেতা কর্মি।
আহতরা হলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু(৪৫),বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ(৪০), যুবদল কর্মি কাগজপুকুর গ্রামের সুমন হোসেন(৩০),নাভারন রেল বাজারের মোঃ রিপন হোসেন(৩৫) ও বেনাপোল বাজারের রাকিব(৩৩)। আহতদের ৩ জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৫ নভেম্বর মঙ্গলবার শার্শার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে।
সূত্রে জানাগেছে, ২৬ নভেম্বর শার্শার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া স্কুল মাঠে বিএনপি’র একটি পক্ষ কর্মি সমাবেশের ডাক দেয়। এ সমাবেশে ইউনিয়নের দায়িত্বশীল বিএনপি নেতা কর্মিরা আমন্ত্রন না পাওয়ায় উক্ত স্থানে নিজামপুর ইউনিয়ন কৃষকদল সমাবেশের ডাক দেয়। ফলে বিএনপি’র দু-গ্রুপ গোড়পাড়া স্কুল মাঠে দুটি মঞ্চ তৈরী করে। এ ঘটনায় একটি পক্ষ শার্শা উপজেলার কিছু সন্ত্রাসীদের নিয়ে গোড়পাড়া বাজারে মহড়াদেয়। এ সময় স্থানীয় কৃষকদল ও বিএনপি কর্মিরা ঐক্য বদ্ধ হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। এরপর উত্তেজিত কর্মিরা প্রতিপক্ষ কর্মিদের মঞ্চ ও চেয়ার ভাংচুর করে। এ সময় দু পক্ষোই বোমা বিষ্ফোরন ঘটায়।
এমন খবরে যশোর “ক” সার্কেলের সিনিয়র এ এস পি নিশাত আল নাহিয়ানের নেতৃত্বে শার্শা থানা পুলিশ ঘটনা স্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু বলেন,সিনিয়র নেতাদের নির্দেশে সে সহ লক্ষনপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আহসান হাবিব খোকনকে সাথে নিয়ে ঘটনা স্থলে যায়।সেখানে দলের দুপক্ষকেই কোন সহিংশতা না করার জন্য আহবান করি। পরে জানতে পারি একটি পক্ষ সন্ত্রাসী মহড়া দেওয়ায় সাধারন কর্মিরা তাদেরকে ধাওয়া করে হঠিয়ে দিয়েছে। সে সময় কয়েকজন কর্মি আহত হয়েছে।তিনি বলেন দু পক্ষেরই সমাবেশ প্রশাসন বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি এখন সাভাবিক রয়েছে।
এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাস বলেন, যশোরের শার্শার গোড়পাড়া স্কুল মাঠের একই স্থানে বিএনপি’র দু-গ্রুপের কর্মি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। মঞ্চ ও চেয়ার ভাংচুর হয়েছে। খবর শুনে যশোর “ক” সার্কেলের সিনিয়র এ এস পি নিশাত আল নাহিয়ানের নেতৃত্বে শার্শা থানা পুলিশ ঘটনা স্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। তিনি বলেন এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে তা আইনগত ব্যবস্থানেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৯