নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলায় জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। সুইসকন্টাক্ট বাংলাদেশ এবং ওয়াটারএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ কর্মশালা যৌথভাবে আয়োজন করে ধামইরহাট পৌরসভা এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
ধামুরহাট উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার (ডিডিএলজি) উপ-পরিচালক টি এম এ মমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের প্রমুখ।
কর্মশালায় গভর্নেন্স, জলবায়ু পরিবর্তন, পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা দলীয় কাজের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আইন ও নীতি বাস্তবায়নের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করেন। এতে অংশগ্রহণ করেন ধামুরহাট পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৪