বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে বিশেষ এক সাক্ষাৎকার দেন দেব। সেখানে শুভশ্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘ সময়ের নীরবতা ভাঙেন তিনি। র্যাপিড ফায়ার রাউন্ডে দেবকে প্রথমে প্রশ্ন করা হয়, দেবের সঙ্গে সেরা জুটি কে?
উত্তরে অভিনেতা বলেন, পরাণ বন্দ্যোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী। পরিচালক হিসেবে সৃজিত ও কমলেশ্বর মুখোপাধ্য়ায়, আর নায়িকা হিসেবে কোয়েল, রুক্মিণী ও শ্রাবন্তীর নাম বেছে নেন তিনি। এরপর একটু সময় নিয়ে বলেন, শুভশ্রী। দেবের ভাষায়, ‘শুভশ্রী আছে; কিন্তু থিংস আর সো…. বিষয় সব এদিক-ওদিক হয়ে গেছে। আমার মনে হয় সবার সঙ্গে ভালো জুটি আমার।’এরপর দেবের কাছে জানতে চাওয়া হয়, সিনেমার পর্দায় আবারও কি জুটি বাঁধতে দেখা যাবে দেব ও শুভশ্রীকে। এমন প্রশ্নে দেব বলেন, ‘ডিপেন্ড করছে। আসলে আমার আশপাশের লোক এতটা বুঝে গেছে যে, আমি করব না, তাই আমাকে অ্যাপ্রোচ করবে না।’
‘টেক্কা’ প্রচারের ফাঁকে দেব-শুভশ্রীর সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিলেন দেবের সহকর্মী কুণাল ঘোষও। তিনি দেবকে বলেন, ‘সিলসিলা’ সিনেমার এক গানে অমিতাভের জন্য রেখার চোখ ভিজেছিল। এক অ্য়াওয়ার্ড অনুষ্ঠানে সে ভেজা চোখ ভক্তরা দেখেছিল শুভশ্রীরও। ইন্দুবালা ভাতের হোটেল সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার দেবের হাত থেকে নিলেও তার দিকে একটুও তাকাননি। যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, ব্যাপারটা কি পুরো ‘সিলসিলা’?
মুচকি হেসে দেব বলেন, ‘সেদিন আমি কিন্তু অমিতাভ ছিলাম না, আমি দেব ছিলাম।’অভিনেতার ইঙ্গিতপূর্ণ মন্তব্যে আর কথা বাড়াননি কুণাল ঘোষ। একটা সময় টালিউড সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। কিন্তু কোনো এক অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। প্রেমের বিষয়ে কখনও এ তারকাজুটি মুখ খোলেননি। তবে বিচ্ছেদের ব্যাপারে এ প্রথম সংবাদমাধ্যমে নিজের মন্তব্য জানিয়েছেন দেব। ব্যক্তিজীবনে বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী। অন্যদিকে, দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের।
প্রসঙ্গত, বিচ্ছেদের পর ‘ধূমকেতু’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন দেব ও শুভশ্রী। তবে এ সিনেমার সহ-প্রযোজক রানা সরকারের সঙ্গে প্রযোজক দেবের মতের মিল না হওয়ার কারণে সিনেমাটি মুক্তির পথে এখনও হাঁটতে পারেনি। পর্দায় একসঙ্গে জুটি না হলেও প্রেক্ষাগৃহে একসঙ্গে সিনেমার প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে এ দুই তারকাকে। আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে প্রতিদ্বন্দ্বিতা করবে শুভশ্রী অভিনীত সন্তান, আর দেব অভিনীত খাদান সিনেমা।
কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৪,/দুপুর ২:২০