আন্তর্জাতিক ডেস্ক : হাইতিতে জাতিসংঘের একটি হেলিকপ্টারে গুলি চালিয়েছে স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠী। গুলির ফলে হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয়। এই হেলিকপ্টারে তিনজন জাতিসংঘ কর্মী ও ১৫ জন যাত্রী থাকলেও তারা নিরাপদে ছিলেন এবং পরবর্তীতে তাদের রাজধানী পোর্ট-অ-প্রিন্সে ফিরিয়ে আনা হয়।
বার্তা সংস্থা এপি ও একটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, হাইতিতে ২০২১ সাল থেকে চলমান অশান্তির মাঝে সাম্প্রতিক সহিংসতা নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। দেশজুড়ে অপরাধী গোষ্ঠীর প্রভাব বাড়ায় জাতিসংঘ ত্রাণসামগ্রী পৌঁছানোর একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহার করছে হেলিকপ্টার। গুলি চালানো হেলিকপ্টারটি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) অধীনে পরিচালিত হচ্ছিল। তবে সরকারিভাবে এ ঘটনার বিষয়ে জাতিসংঘ কোনো বিবৃতি দেয়নি।
বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় গণমাধ্যমে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এই হামলার পর সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের শক্তি আরও বেশি করে প্রকাশ করার চেষ্টা করবে। বর্তমানে রাজধানী পোর্ট-অ-প্রিন্সসহ বিভিন্ন এলাকায় এসব সশস্ত্র গোষ্ঠী আধিপত্য বিস্তার করেছে।
সম্প্রতি, রাজধানীর পূর্ব দিকের একটি শহরে সংঘর্ষে বহু ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭০ জন। জাতিসংঘের অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, এ সহিংসতায় বিগত সপ্তাহগুলোতে প্রায় ১০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় সাত লাখের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।