ডেস্কনিউজঃ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এ কে এম শহিদুর রহমান। অবসর-উত্তর ছুটি থেকে ফিরিয়ে এনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগের ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গত ৭ আগস্ট শহিদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
কিউএনবি/বিপুল/১০.০৯.২০২৪/রাত ১১.৩০