ডেস্ক নিউজ : মেহেরপুর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি তারিক মুহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) হত্যাকাণ্ড এবং তার বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নিহতের ভাই তাওফিকুল ইসলাম বাদি হয়ে মেহেরপুর সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি দায়ের করেন। তারিক মুহাম্মদ সাইফুল ইসলাম মেহেরপুর জেলা জামায়াতের সাবেক আমির আলহাজ ছমির উদ্দীনের বড় ছেলে।
এদিকে অপর মামলাটি দায়ের করা হয়েছে দ্রুত বিচার আইনে। ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোটা, ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে বুনো উল্লাস সহকারে জামায়াত নিধনের স্লোগান দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা শহরে মিছিল বের করে। মিছিলটি তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের বাড়ির সামনে দিয়ে তার দোকান মেসার্স তাওহিদ অটোতে হামলা চালায়। দোকানের শার্টার ভেঙে নগদ টাকা, মালামাল লুট করে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। আসামিরা দোকানের দোতলায় অবস্থিত তারিকের বাড়িতেও হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করে। এসময় কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়ির সামনে।
এদিকে বাদি পক্ষের আইনজীবী মারুফ আহম্মেদ বিজন জানান, বিরোধী মত দমনের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতারা রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নৃশংসভাবে গুলি করে তারিককে গুলি করে হত্যা করেছিল। বিজ্ঞ আদালত মামলা দুটি গ্রহণ করে এফআইআর হিসেবে নথিভুক্ত করার জন্য সদর থানাকে নির্দেশ দিয়েছেন।
কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১২