আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, রোববার (১ সেপ্টেম্বর) ইতালি ও সুইজারল্যান্ডের অ্যাডামেলো পর্বতমালার মাউন্ট সিমাপেয়ারে আরোহণের সময় ৬২ বছর বয়সি ফ্যাব্রিজিও লংগো মারা যান। ফ্যাব্রিজিও লংগো অডির ইতালি শাখার পরিচালক পদে কর্মরত ছিলেন। তিনি একজন পেশাদার পর্বতারোহী হিসেবেও পরিচিতি।
প্রতিবেদন মতে, একজন প্রত্যক্ষদর্শী পর্বতারোহীর কাছে খবর পেয়ে লংগোকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় উদ্ধারকারী দল। ময়নাতদন্ত এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফ্যাব্রিজিও লংগো ১৯৬২ সালে ইতালির রিমিনিতে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক ডিগ্রিধারী লংগো ২০১২ সালে অডিতে যোগ দেন। এরপর থেকে তিনি অডি ব্র্যান্ডের অসামান্য সাফল্যের নেতৃত্ব দিচ্ছেন। ২০১৩ সালে তিনি ইতালি শাখার পরিচালক নিযুক্ত হন।
আন্তর্জাতিক স্কি অ্যান্ড স্নোবোর্ড ফেডারেশন লংগোর মৃত্যুতে শোক জানিয়েছে। এক বিবৃতিতে ফেডারেশনের প্রধান ফ্লাভিও রোদা লঙ্গোর মৃত্যুকে ফেডারেশনের জন্য অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছেন।
কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৪