আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (৩১ জুলাই) রাতে ভারতের হিমাচল প্রদেশের সিমলা, মান্দি এবং কুল্লু জেলায় প্রবল বৃষ্টিপাত হয়। এতে দুইজনের মৃত্যু এবং ৫৩ জন নিখোঁজ হন।
এছাড়াও রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিপর্যস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে।
দুর্ঘটনার পরপরই সব সরকারি সংস্থা উদ্ধারকাজ শুরু করেছে। এতে সেনা এবং বিমান বাহিনীও যোগ দিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারি বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/রাত ৮:১৫