আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরাইলি বাহিনী দ্বারা ফিলিস্তিনি চিকিৎসা কর্মীদের গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ডের অপরাধের একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। খবর আনাদোলু এজেন্সির।
সম্প্রতি ফিলিস্তিনে চিকিৎসা সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, ইসরাইলিদের দ্বারা ফিলিস্তিনি চিকিৎসা কর্মীদের গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ডের অপরাধের একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানাই। কারাগারের অভ্যন্তরে চিকিৎসক ইয়াদ আল রান্টিসিকে ফাঁসি দেওয়া একটি ভয়াবহ অপরাধ।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ৩১০ জন চিকিৎসা কর্মীদের এখনো জিম্মি করে রেখেছে ইজরাইল। আমরা তাদের মুক্তি দাবি করছি।
বিবৃতিতে বলা হয়, আমরা চিকিৎসা কর্মীদের জীবন ও নিরাপত্তার জন্য আমেরিকান প্রশাসনকে দায়ী করি।
ইসরাইলি মিডিয়ায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, গাজার একজন বিশিষ্ট ডাক্তার রান্টিসি (৫৩), গত নভেম্বরে ইসরাইল তাকে আটক করে। যার ৬দিন পরেই তিনি মারা যান।
কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৪,/দুপুর ১২:৫৪