আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার রাতে দেশটির দক্ষিণের আইতা আশ-শাব এবং আইতারউন গ্রামের কাছাকাছি এলাকায় ইসরাইলি বাহিনী ওই হামলা চালায়।
রোববার লেবাননের স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।
তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
ফিলিস্তিনি জনগণের ওপর তীব্র নৃশংসতার প্রতিশোধ হিসেবে হামাস গত ৭ অক্টোবর দখলদার ইসরাইলের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালানোর পর অবরুদ্ধ গাজায় বর্বরতম যুদ্ধ শুরু করে ইসরাইল।
এদিকে দখলদার ইসরাইলের ক্রমাগত হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইলি সামরিক অবস্থানগুলোতে এর পর থেকে নিয়মিত হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও।
কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৪,/দুপুর ২:৫৬