স্পোর্টস ডেস্ক : মুম্বাই ও লখনৌ ম্যাচের আগে টেবিলের তিনে ছিল চেন্নাই সুপার কিংস। তবে লখনৌর জয়ে এখন সেই স্পটটা তাদের দখলে চলে গেছে। ফলে বুধবার (১ মে) পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামার আগেই টেবিলে পিছিয়ে গেছে চেন্নাই। চলতি আইপিএলে একমাত্র রাজস্থান রয়্যালসই ধরাছোঁয়ার বাইরে। বাকি সকল দলেরই এখনও প্লে-অফে যাওয়ার সুযোগ আছেন যেমন, তেমনই শীর্ষ চারের বাইরেও চলে যেতে পারে।
৯ ম্যাচ খেলে এক হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রাজস্থান। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে কলকাতা। ১০ ম্যাচ খেলে কলকাতার সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে তিনে রয়েছে লখনৌ। পয়েন্ট তালিকায় চার, পাঁচ ও ছয় নম্বরে থাকা দলগুলোর পয়েন্ট ১০। নেট রান রেট ভালো থাকায় চার নম্বর স্থানে রয়েছে মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস। তাদের নেট রানরেট ০.৮১০। পাঁচ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
ষষ্ঠ স্থানে দিল্লি ক্যাপিটালস। শেষ চার দল হিসেবে রয়েছে যথাক্রমে গুজরাট, পাঞ্জাব, মুম্বাই ও বেঙ্গালুরু। তবে এখন সকল দলেরই প্লে-অফে খেলার সুযোগ রয়েছে। তবে তাতে রয়েছে অনেক রান রেটের অনেক মারপ্যাঁচ।
কিউএনবি/আয়শা/০১ মে ২০২৪,/বিকাল ৪:০০