বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
তেহরানে ভয়াবহ পানি সংকটের শঙ্কা, সতর্ক করলেন পেজেশকিয়ান ভারতের অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান করা গিলকে একাধিক রেকর্ড ডাকছে ‘সন্তানের বাবা হয়েও সে আমাকে ধ্বংস করার পথ বেছে নিল’ রুট কি শচীনের রেকর্ড ভাঙতে চান? দুদকেও দুর্নীতি আছে, কমানোর চেষ্টা চলছে: দুদক চেয়ারম্যান সন্তানদের নিয়ে দিল্লিতে কারিশমা, সঞ্জয়ের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে নতুন মোড়! নিজের ছেলের কিডনি দিয়ে দুই রোগীর জীবন বাঁচালেন চিকিৎসক মা আ. লীগ কর্মীদের প্রশিক্ষণ, সেনাবাহিনীর হেফাজতে মেজর সাদিক ‘আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি’ ইরান থেকে জ্বালানি কেনায় ছয় ভারতীয় কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য সোমবার (২৯ এপ্রিল) সৌদি আরব সফর শুরুর আগে এই আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, হামাস ইসরাইলের ‘অসাধারণ উদার’ প্রস্তাবে সম্মত হবে বলে আশাবাদী তিনি।

এখনও শতাধিক ইসরাইলি নাগরিক হামাসের হাতে বন্দি রয়েছে। এসব বন্দির মুক্তির বিনিময়ে আগের মতো কয়েকদিনের অস্থায়ী যুদ্ধবিরতি করতে চায় ইসরাইল। কিন্তু হামাসের দাবি, ফিলিস্তিনিদের ওপর সব ধরনের অত্যাচার-নিপীড়ন ও হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।
 
গত শনিবার (২৭ এপ্রিল) হামাসের গাজা বিষয়ক উপপ্রধান খলিল আল হায়া বলেন, গত ১৩ এপ্রিল মিশর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে (যুদ্ধবিরতির) যে প্রস্তাব পাঠানো হয়েছিল, তাতে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে ইসরাইল। এখন তারা বিষয়টি পর্যালোচনা করবে এবং তার জবাব ইসরাইলি কর্তৃপক্ষকে জানাবে।
 
সেই লক্ষ্যে হামাসের খলিল আল হায়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সোমবার মিশরের রাজধানী কায়রোতে যাওয়ার কথা রয়েছে। এদিকে যুদ্ধবিরতি ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য সৌদি সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। 
 
সফরকালে তার কাতার, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের পাশাপাশি গাজা পুনর্গঠনের কাজে ইউরোপ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার জন্যও আরব ও ইউরোপের দেশগুলোকে ব্লিঙ্কেন একজোট করার চেষ্টা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
 
গত বছর ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলে হামলা করে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। ওইদিন দুই শতাধিক ইসরাইলিকে বন্দি করে গাজায় নিয়ে যায় তারা। ওই দিন থেকেই গাজায় তীব্র পাল্টা আক্রমণ শুরু করে ইসরাইল। হামলায় এরই মধ্যে গাজা কার্যত ধ্বংস হয়ে গেছে। ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার অধিকাংশই নারী ও শিশু।
 
সাত মাস ধরে চলমান সংঘাতের মধ্যে মাত্র একবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মূলত বন্দি বিনিময়ের শর্তে গত ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে উভয় পক্ষ।
 
মাত্র সাতদিনের সেই যুদ্ধবিরতিকালে দুই শতাধিক বন্দির মধ্যে ১০৮ জনকে মুক্তি দেয় হামাস। বিপরীতে ২৪০ জন ফিলিস্তিনিকে ছেড়ে দেয় ইসরাইল। এরপর দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনা শুরু হলেও ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে তাতে অচলাবস্থা তৈরি হয়।

সম্প্রতি মিশরে ফের যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়। এরপর মধ্যস্থতাকারীদের হাত দিয়ে গত ১৩ এপ্রিল ইসরাইলকে একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাঠায় হামাস। সে সময় মিশরের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, প্রস্তাবে ৩৩ জন ইসরাইলি বন্দি বা জিম্মিকে মুক্তি দিতে সম্মতির কথা জানিয়েছে হামাস।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit