ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ পুষ্টি খাদ্যের উপর গুরুত্বারোপ
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।
Update Time :
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
৯১
Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ জন কৃষককে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় বীজ প্রত্যয়ন অফিসের হলরুমে মঙ্গলবার থেকে এ কৃষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় নিরাপদ পুষ্টি খাদ্যের উপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সুশান্ত সাহা কর্মশালার উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা কৃষি অফিসার শাহেনা বেগম, অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সুশান্ত সাহা এ সময় জানান, আমাদের অনেক পরিবার খাবারের চেয়ে চিকিৎসায় অনেক বেশি খরচ করে। নিরাপদ পুষ্টি খাদ্য খেলে অসুস্থতা অনেকাংশে কমে আসবে। নিরাপদ পুষ্টির জন্য বাড়িতে সবজিসহ গরু, ছাগল, হাঁস, মোরগ পালন করতে হবে। প্রতিদিন একজন মানুষকে ২৫০ গ্রাম সবজি এবং ১৫০ গ্রাম ফল খেতে হবে।