এসব খবর সামনে আসায় সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরেই গাছ লাগানোর ব্যাপারে অসংখ্য পোস্ট চোখে পড়ছে। দেশের শোবিজ তারকাদের কেউ কেউও গাছ লাগানোর আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছেন।

তবে এখনো সেভাবে কাউকে গাছ লাগানোর মতো কোন উদ্যোগের সঙ্গে দেখা যায়নি। এ নিয়েই বোধ হয় ক্ষুব্ধ দেশের প্রথমসারির মডেল, অভিনেত্রী, উপস্থাপক ও আইনজীবী পিয়া জান্নাতুল।

তিনি আরও লিখেছেন, ‘এই অসহনীয় তাপমাত্রা কোন আকস্মিক বিষয় নয় বরং গ্লোবাল ওয়ার্মিং-এর প্রভাব। এটির বৃদ্ধি প্রাথমিকভাবে জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং বন উজাড়ের মতো আমাদের কার্যকলাপের কারণে ঘটে। এর পরিণতির মধ্যে রয়েছে ক্রমবর্ধমান তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং আরও ঘন ঘন চরম আবহাওয়ার ঘটনা। পরিচ্ছন্ন শক্তি ব্যবহার কওে, আরও গাছ লাগানো এবং বর্জ্য কমানোর মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারি। আসুন আমরা পৃথকভাবে কমপক্ষে ১০টি গাছ লাগানোর চেষ্টা করি। যে কেউ এই উদ্যোগে আমার সাথে যোগ দিতে চান আমাকে জানান!’
