শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

নাসিরনগরে বিনিময় প্রথায় শুঁটকি কেনা-বেচা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৮৬ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের দুই স্থানে নববর্ষ উপলক্ষে শুঁটকির মেলা বসেছিলো। ওই দুই মেলার বৈশিষ্ট হলো অন্য পণ্যের বিনিময়ে শুঁটকি কেনা। রবি ও সোমবার এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলা বহু বছর আগে থেকেই অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন কুলিকুন্ডা গ্রাম ও উপজেলা সদরের লঙ্গন নদীর পাড়ের বাসিন্দারা। স্থানীয় লোকজন জানান, কুলিকুন্ডার মেলার ঐতিহ্য দু’শ বছরের বেশি। এ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে শুঁটকি ব্যবসায়ী পসরা সাজিয়ে বসেন। অন্তত দু’শ জাতের মাছে শুঁটকির দেখা মিলে এ মেলায়।
এসবের মধ্যে ছিলো বোয়াল, গজার, শোল,বাইম, ছুড়ি, লইট্টা, পুটি ও টেংরাসহ নানান জাতের দেশীয় মাছের শুঁটকি। ছিলো সামুদ্রিক মাছের নানা জাতের শুঁটকি। স্থানীয় লোকজনের পাশাপাশি আশেপাশের এলাকার মানুষও আসে এ মেলায়। ভোর থেকে সকাল ১০টা নাগাদ মেলা বেশ ঝাঁকজমক থাকে। 

কুলিকুন্ডা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ সদস্য মো. মুখলেছুর রহমান জানান, দুইশ বছরের বেশী সময় ধরে নিয়মিত ভাবে এই মেলা বসছে। এখনো পণ্য বিনিময়ের পুরোনো প্রথা প্রচলন থাকায় আমরা ধারণা করছি এ মেলা আদিমকাল থেকেও হতে পারে। এ মেলা কুলিকুন্ডা গ্রামের ঐতিহ্য।এদিকে উপজেলা সদরের লঙ্গণ নদীর তীরেও নতুন বছরের প্রথম দিনে ‘বিনিময় প্রথা’ এর মেলা বসে। এখানেও অনেকে নানা জাতের পণ্যের বিনিময়ে শুঁটকি বিক্রি হয়। এ মেলায় মাটির তৈরি নানা ধরণের জিনিসপত্র বিক্রি হয়ে থাকে।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৪,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit