ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক-এর (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিন। রোববার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় তাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, গত বছরের ২৩ জুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থসচিব ফাতিমা ইয়াসমিন। তিনিই এ পদে নিয়োগ পাওয়া প্রথম বাংলাদেশি। তিন বছরের জন্য আন্তর্জাতিক এ সংস্থার ‘সেক্টরস ও থিম’–বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি।
কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৪,/দুপুর ১২:৪৪