আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা সোমালি জলদস্যুদের ছিনতাই চেষ্টা ভণ্ডুল করেছে বলে দাবি করেছে। শনিবার (১৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, গত ৪ মার্চ বাংলাদেশের এস আর শিপিংয়ের ১৩ মিটার গভীরতার জাহাজ এমভি আবদুল্লাহ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয়। এরপর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খবর আসে, ভারত মহাসাগরে জাহাজটি ছিনতাই হয়েছে।
কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪৮