মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় দৌলতপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা মুতাসিন বিল্লাহ্, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী ও ইউসুফ চৌধুরী। দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম। আলোচনা শেষে দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় গীতি আলেখ্য ‘মোদের গরব মোদের আসা, আমরি বাংলা ভাষা’।
এরআগে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ’র নেতৃত্বে উপজেলা প্রশাসন, দৌলতপুর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমি, দৌলতপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন ও দপ্তর। এছাড়াও বুধবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র নেতৃত্বে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল সাড়ে ৯টায় দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমনের নেতৃত্বে দৌলতপুর কলেজের শিক্ষকবৃন্দ কলেজ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার জানান। পরে ১মিনিট নীরবতা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অপর দিকে দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্দোগে নানা আয়োজনে মহান একুশে পালন করা হয়। স্কুল,কলেজ, আল্লারদর্গা প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন আয়োজনে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। খন্দকার এম.একাডেমী’র উদ্দোগে নানা আয়োজনে মহান একুশে পালন করা হয়। নাসির উদ্দীন বিশ্বাস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়,আল্লারদর্গা হাইস্কুল, আল্লারদর্গা সরকারী প্রথমিক বিদ্যালয়,রহিমা বেগম একাডেমী,আল্লারদর্গা মডেল স্কুলসহ বিভিন্ন-কলেজ ও প্রতিষ্ঠান দিবসটি যথাযথা মর্যাদায় শহিদ মিনারে পূস্পস্তবক অর্পণ,র্যলি,আলোচনা সভা ও দোয়া করা হয়।
এদিকে একুশে ফেব্রুয়ারি সকাল ৮ টায় আল্লারদর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীনের উদ্যোগে একটি র্যলি অনুষ্ঠিত হয়, র্যালিটি আল্লারদর্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং শহীদদের উদ্দেশ্যে পূষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আল্লারদর্গা প্রেস ক্লাবে এসে আলোচনা সভা ও শহীদদের উদ্দেশ্যে দোয়ার আয়োজন করা হয়। খন্দকার জালাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সাইদুল আনাম, অর্থ সম্পাদক মিলন আলী, সদস্য সেলিম রেজা প্রমূখ। অনুষ্ঠাটি সার্বিক সঞ্চালনা করেন সুমানা খাতুন, আলোচনা শেষে ভাষা আন্দোলনে শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৩৪