জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মো.বেলাল হোসেন (৩২)মো. আরিফুল হাসান(২৩) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ফেব্রুয়ারি),সকালের দিকে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) এর সুস্পষ্ট দিক নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী এর তত্বাবধানে এসআই(নিঃ)/ ইরফান উদ্দিন রাজিব এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার ০২নং ওয়ার্ডস্হ শহীদ আবদুল আলী একাডেমির পূর্বপার্শ্বে মহরম সওদাগরের বাসার পিছনে কাপ্তাই লেকের পাড়ের উপর আসামী মো. বেলাল হোসেন(৩২) এর দেহ তল্লাসী চালিয়ে ৩২২ পিস ইয়াবা ট্যাবলেট ও আসামী মো. আরিফুল হাসান(২৩) এর তল্লাসী চালিয়ে তার দেহ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ সর্বমোট(৩২২+২৮)৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের গ্রেপ্তার করা হয়। রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান গ্রেফতার কৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৪০