লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার মাসিক কল্যাণ সভায় মাননীয় পুলিশ সুপার মহোদয় কর্তৃক প্রদত্ত পুরস্কৃত করা হয়।

পারফরমেন্স: ১. গত জানুয়ারী/২৪ মাসে অভিযান পরচিালনা করে মুক্তাগাছা থানার চাঞ্চল্যকর অটোচালক শামীম হত্যার রহস্য উদঘাটন ও ঘটনার সহিত জড়িত ০১ জন আসামী গ্রেফতার, বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায়, পারফরমেন্স: ২. পাগলা থানা এলাকা হইতে ০১টি রিভলবার, ০১টি একনালা বন্দুক, রিভবারের ০৪ রাউন্ড গুলি ও বন্দুকের ০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার ও ঘটনার সহিত জড়িত ০১ জন আসামী গ্রেফতার, পারফরমেন্স: ৩. কোতোয়ালী থানা এলাকা হইতে ০৩ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং ঘটনায় জড়িত ০২ জন আসামী গ্রেফতার, পারফরমেন্স: ৪. ঈশ্বরগঞ্জ থানা এলাকা হইতে রচোরাই বাই সাইকেল, মোবাইল ফোন উদ্ধার ও ঘটনার সহিত জড়িত ০৪ জন আসামীকে আটক করেন।

উক্ত বিষয়ে জেলা গোয়েন্দো শাখা(ডিবি), ময়মনসিংহ এর অফসিার-ইনর্চাজ মোঃ ফারুক হোসেন, এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন, এসআই (নিঃ) রেজাউল আমীন র্বষন, এসআই (নিঃ) পরিমল চন্দ্র সরকার, পিপিএম, এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকার, এসআই (নিঃ) মোঃ আব্দুল জলিল, এসআই (নিঃ) আলমগীর কবিরকে মাসিক ক্রাইম কনফারেন্স জানুয়ারী/২০২৪ মাসে মাননীয় আইজিপি মহোদয় এবং মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় কর্তৃক বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান।
কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:০৫