ফরিদ আহমেদ, বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : তেভাগা আন্দোলনের নেতা, মেহনতি মানুয়ের অধিকার আদায়ের বিশ্ব নন্দিত পুরুষ হাজ্বী মোহাম্মদ দানেশের জন্মস্থান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর। বোচাগঞ্জ-পীরগঞ্জ পাকা সড়ক সংলগ্ন সেই সুলতানপুরে মহান এই নেতার নামে প্রতিষ্ঠিত হওয়া হাজ্বী দানেশ কলেজে প্রথম বারের মত মহা আয়োজনে জ্ঞানের দেবী সরস্বর্তী পুজা অনুষ্ঠিত হলো।
১৪ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টায় কলেজ চত্বরে বিশাল সামিয়ানায় পুরোহিত এর মন্ত্রযবের মধ্যোদিয়ে শুরু হয় জ্ঞানের দেবী সরস্বর্তী পুজার আনুষ্ঠানিকতা। এরপর শিক্ষার্র্থীরা একে একে ও দলবদ্ধ ভাবে শুরু হয় সরস্বর্তী দেবীর প্রার্থনা।
এসময় কলেজের অধ্যক্ষ এম বিল্লাহ জুয়েল, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, প্রাক্তন অধ্যক্ষ মোঃ ইনজামুল ইসলাম, অভিভাবক মোঃ আলাউদ্দিন, নাফানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তৈমুর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:১৫