বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : “চোখের ছানি রোগ এর চিকিৎসা নিয়ে, পৃথিবীটাকে দেখবো নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আটগাঁও ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম সফিকুল আলম স্মরণে ১৪ ফেব্রুয়ারি বুধবার বিশ্ব ভালবাসা দিবসে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয মাঠে সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত চক্ষু রোগীদের সেবা প্রদান করেন গাওসুল আজম চক্ষু হাসপাতাল দিনাজপুর এর অভিজ্ঞ ডাক্তারগণ।
বিশিষ্ট সমাজ সেবক আতিকুর রহমান নভেল এর আয়োজনে আন্ধেরী হিলফী জার্মানীর অর্থায়নে চক্ষু রোগীদের মধ্যে হতে ছানি অপারেশণ ও লেন্স প্রতিস্থাপন এর জন্য পরীক্ষা নিরীক্ষা করে রোগী বাছাই শেষে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বাছাই করা চক্ষু ছানি রোগীদের বিনা খরচে বাসে করে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয হতে লেন্স প্রতিস্থাপন এর লক্ষে দিনাজপুর গাওসুল আজম চক্ষু হাসপাতাল নিয়ে যাওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন মোল¬াপাড়া যুব উন্নয়ন্ন সংসদ এর সভাপতি মরহুম সফিকুল আলমের ছেলে বিশিষ্ট সমাজ সেবক মোঃ আতিকুর রহমান নভেল ও ইউনয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোমিন। ছবির ক্যাপশনঃ গতকাল দিনাজপুরের বোচাগঞ্জের মোল্লাপাড়ায় সাবেক চেয়ারম্যান মরহুম সফিকুল আলম স্মরণে বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:১৫