বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : হুয়াটসআপে পাঠানো হলে এডিটিং করা অশ্লীল ছবি। এরপর ফোন কল, ‘২০ হাজার টাকা পাঠান। নম্বর দিয়েছি। টাকা না দিলে ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল করে দেওয়া হবে।এভাবেই চাঁদা দাবি করা হয়েছে দৈনিক খবরের কাগজ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. জুয়েল রহমানের কাছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিকার চেয়ে রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ডায়রি (জিডি) করেছেন মো. জুয়েল রহমান। পৌর এলাকার কাজীপাড়ার এলাকার মৃত মস্তু মিয়ার ছেলে জুয়েল রহমান জানান, বিকেল সোয়া চারটার দিকে তার মুঠোফোনে অজ্ঞাত একজন কল করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা। এর আগে এডিটিং করা অশ্লীল ছবি তার কাছে পাঠানো হয়। টাকা না দিলে তার এই ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ফোন করা ব্যক্তি। এরই মধ্যে হোয়াটসঅ্যাপ নম্বরে ম্যাসেজের মাধ্যমে একটি বিকাশ নম্বর পাঠানো হয় টাকা দেওয়ার জন্য।
জুয়েল রহমান জানান, তিনি সামাজিক নিরাপত্তা নিয়ে শঙ্কাবোধ করছেন। বিষয়টি সম্পর্কে সকল শুভাকাঙ্খীসহ পরিচিতজনদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে দ্রুত হুমকিদাতাকে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পুলিশের কাছে। তিনি জানান, জিডিতে কল করা নম্বর ও টাকা পাঠানোর জন্য দেওয়া নম্বর উল্লেখ করেছেন ও এডিট করা ছবি জমা দিয়েছেন। এভাবে ব্ল্যাকমেইল করে আরো দু’একজনের কাছ থেকে চাঁদা দাবির কথা জেনেছেন বলে সাংবাদিক জুয়েল জানান। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন এ বিষয়ে জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হুমকিদাতাকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:০৬