জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মো.শফিউল বসর @ রুবেল (৩২) ও মো. বেলাল হোসেন (২০),নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১২ফেব্রুয়ারি) খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর দিক নির্দেশনায় সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক দল মাটিরাঙ্গা থানাধীন ২নং তবলছড়ি ইউনিয়নের পানছড়ি চৌমুহনী কচুমার্কেট আব্বাসের দোকান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক ভাবে তাদের দেহ তল্লাসী চালিয়ে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি মো. শফিউল বসর @ রুবেল (৩২) ও মো. বেলাল হোসেন(২০),কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী- মো. শফিউল বসর @ রুবেল (৩২) জেলার পানছড়ি উপজেলার ৫নং ওয়ার্ড দমদম, এলাকার স্থায়ী বাসিন্দা মো.সেলিম এর ছেলে।মো. বেলাল হোসেন(২০)পানছড়ি উপজেলার ৪নং ওয়ার্ড মোহাম্মদপুর এলাকার স্থায়ী বাসিন্দা মৃত. তোতা মিয়ার ছেলে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৯:৪২