লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরে জয়নুল আবেদীন পার্ক-সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ৯ ঘটিকায় ময়মনসিংহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইন উদ্দিন এবং সঙ্গীয় ফোর্স নিয়ে সনাক্ত করন করেএবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন বলেন, সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে যুবকের লাশ পড়ে থাকতে দেখে পার্কে হাঁটতে যাওয়া লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার বয়স হবে আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। ওই যুবককে গত রাতে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় জানার পাশাপাশি হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে সিআইডির একটি টিম লাশের তদন্তে পার্কে অবস্থানে আইডেন্টিটি ফাই করতে ততপর রয়েছেন।
কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:২২