আন্তর্জাতিক ডেস্ক : চিকিৎসক পরিচয়ে ফাইভ স্টার হোটেলে কয়েকদিন কাটিয়েছিলেন এক নারী। বিল এসেছিল প্রায় আট লাখ টাকা। আর সেই বিল না মিটিয়েই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ভারতের রাজধানী দিল্লির।
জানা গেছে, স্যামুয়েল নামের এক নারী দিল্লির অ্যারোসিটির কাছে একটি ফাইভ স্টার হোটেলে ১৫ দিনের জন্য রুম বুক করেছিলেন। ১৫ দিনে যে বিল এসেছিল এর মধ্যে আড়াই লাখের বেশি বিল হয়েছে স্পা পরিষেবা নেওয়ায়। আর সেই পরিষেবা নেওয়া হয় ইশা নামে এক নারীর ভুয়া আইডেন্টিটি কার্ড দেখিয়ে।
তবে তার চালাকি ধর পড়ে অনলাইনে বিল মেটাতে গিয়ে। দুটি বেসরকারি ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বিল পরিশোধ করেছিলেন তিনি। কিন্তু বেশ কিছুক্ষণ পরেও অ্যাকাউন্টে টাকা জমা না পড়ায় সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। পরে দেখা যায় ওই নারীর ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র ৫৪ টাকা।
কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:৫৩