স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মদিনে শুক্রবার যশোরের মনিরামপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সন্ধ্যায় বিএনপির কার্যালয়ে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিল, আলোাচনাসভা, দুস্থদের মাঝে কম্বল বিতরনের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, জামশেদ আলী, ফারুক হোসেন, ফিরোজ হোসেন, জুলফিকার আলী ভ’ট্টো, সন্তোষ স্বর, একে আজাদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, আবু জাফর, ছাত্রদর নেতা কামরুজ্জামান প্রমুখ। অধ্যক্ষ মফিজুর রহমানের পরিচালনায় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/রাত ১০:১৫