সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

নাটোর -১ নৌকাকে হারিয়ে ঈগল বিজয়ী

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর)  প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর)  প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১ হাজার ৯৯৬ ভোটের ব্যবধানে নৌকাকে হারিয়ে ঈগল জয় লাভ করেছে। রোববার (৭ জানুয়ারি ২০২৪) নির্বাচনে সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ (ঈগল প্রতিক) ৭৭ হাজার ৯৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল (নৌকা প্রতিক) পেয়েছেন ৭৫ হাজার ৯৪৭ ভোট। এ আসনে মোট নয় জন প্রার্থী প্রতিদন্দিতা করেন। প্রতিদন্দিতাকারী অন্য প্রার্থীরা হলেন নাটোর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সতন্ত্র প্রার্থী কাজল রায় (ঢেঁকি প্রতিক ) পেয়েছেন ১ হাজার ১৩৬ ভোট, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল (হাতুড়ি) পেয়েছেন ৩ হাজার ৪৩০ ভোট; আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য লে. কর্নেল (অব.) মো. রমজান আলী সরকার (কাঁচি) পেয়েছেন ২ হাজার ৬১৪ ভোট; জাতীয় পার্টির ব্যারিস্টার মো. আশিক হোসেন (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৩৬ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (ইনু) ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন (মশাল) পেয়েছেন ৮১৭ ভোট; জাসদ স্বতন্ত্র মো. জামাল উদ্দিন ফারুক (ট্রাক) পেয়েছেন ৪৬৮ ভোট এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. লিয়াকত আলী (একতারা) পেয়েছেন ৪৫১ ভোট। উল্লেখ্য নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে ২ টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১২৫টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৩৬৯ জন। তবে নির্বাচনে ভোট পড়েছে ১ লাখ ৭০ হাজার ২৪৯ টি। বাতিল ভোট ৫ হাজার ৪০৭টি।

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit