পার্বত্যাঞ্চল প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ খাগড়াছড়ি সংসদীয় আসনের ১৯৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১৯টি ভোট কেন্দ্রে একটি ভোটও পড়েনি।
এ ছাড়া ছয়টি কেন্দ্রে সব মিলিয়ে মাত্র ১৯টি ভোট পড়েছে। খাগাড়ছড়ির পানছড়ি উপজেলার ২৪ কেন্দ্রের ১১টিতে শূন্য ভোট এবং দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভোট পড়ে। পানছড়ির সহকারী রিটার্নিং অফিসার অঞ্জন দাশ বিষয়টি নিশ্চিত করেন।
দীঘিনালা উপজেলায় তিনটি কেন্দ্রে শূন্য ভোট পড়েছে। আরো পাঁচটি কেন্দ্রে সব মিলিয়ে ১৮ জন ভোটার ভোট দিয়েছেন। লক্ষ্মীছড়িতে ১২ কেন্দ্রের পাঁচটিতেই ভোট পড়েনি। এর মধ্যে বর্মাছড়ি ইউনিয়নের চারটি ও সদর ইউনিয়নের একটি।সংশ্লিষ্ট উপজেলার নির্বাচনী ফলাফল ঘোষণা কেন্দ্রে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানানো হয়।
কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৩৩