স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আর বৈশ্বিক এই আসর সামনে রেখে মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই ১৫ সদস্যের বাইরে আরও ৫ জনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে।
বয়সভিত্তিক ক্রিকেটে স্বপ্ন জয়ের শুরু ২০২০ সালে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস রচনা করে বাংলাদেশ। বিশ্বকাপের পরে ২০২৩ সালে এসে ধরা দিয়েছে এশিয়া কাপের ট্রফি। বর্তমানের এই দলকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন নীতি নির্ধারকরা। দীর্ঘদিন পরে আবারও ট্র্যাকে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আরেকটা বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে বর্তমান দলটি। প্রথমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া রাব্বি-শিবলি-আরিফুলদের নিয়ে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন ভক্তরাও। সেজন্য দল সাজানো হয়েছে বেশ সতর্কতার সঙ্গে।
বাংলাদেশের স্কোয়াড
মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।
স্ট্যান্ড বাই
নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভীর আহমেদ ও আকান্ত শেখ।
কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:৪৪