ডেস্ক নিউজ : বর্তমান নির্বাচন কমিশনকে শয়তানের অনুচর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন,’বর্তমান নির্বাচন কমিশন হচ্ছে শয়তানের অনুচর। নির্বাচন কমিশনার আনিসুর রহমান উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চেয়ে এক ডিগ্রি বেশি কথা বলেন, হাছান মাহমুদের চাইতেও তাকে আরো বেশি মনে হয়েছে আওয়ামী অনুগত, আওয়ামী ফ্যাসিবাদের দোসর। আজকে নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে, মানুষের স্বাধীনতা নিয়ে যে শয়তানি করা হচ্ছে সামগ্রিকভাবে সেই শয়তানের অনুচর মনে হচ্ছে এই নির্বাচন কমিশনার আনিসুর রহমানকে।
তিনি বলেন, ‘তাহলে আওয়ামী লীগ কি সন্ন্যাসী দল? আমাদের দলের প্রধানকে ফ্যাসিবাদের করাল গ্রাসে বন্দি করে রেখেছেন, আমাদের ২৩ থেকে ২৪ হাজার নেতা কর্মীকে বন্দি করে রেখেছেন। দলের মহাসচিবসহ স্থায়ী কমিটি এবং হাজার হাজার নেতাকর্মীকে জেলে বন্দি করে রেখেছেন এর চেয়ে দুঃশাসন আর কি হতে পারে?প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভী বলেন, যারা ছাত্র রাজনীতি করে এসেছে তারা অনেকেই আপনার কাছে তাদের আত্মা বিক্রি করেছে। তাদের সেই মনুষত্ব বিবেক আর নেই। ওবায়দুল কাদের, হাছান মাহমুদরা জানতাম ছাত্র রাজনীতি করেছেন। ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি এখন ফ্যাসিবাদের মুখপাত্র হয়েছেন। শুধু আমরা কেন সারা দেশের জনগণ কেউ আর তাদেরকে পছন্দ করে না।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এরশাদের আমলেও আমরা নির্বাচন বর্জন করেছি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ই ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করেনি? তখন তিনি সরকার চেয়েছিলেন নির্বাচন পছন্দ হয়নি তাই নির্বাচন বর্জন করেছেন। ২২ শে ফেব্রুয়ারি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন। মনে হচ্ছে উনি হলেন পবিত্র সন্ন্যাসী উনি যেটা বলবেন সেটাই মানতে হবে। আমরা দেশের জনগণ বুদ্ধিজীবী এমনকি আন্তর্জাতিক মহল থেকেও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে শুধু উনার এক গেয়ামি তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন করছেন না। তিনি জানেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জিতবে না।
তিনি বলেন, ‘বিএনপি ও সমমানা দল যে আন্দোলন করছে সে আন্দোলন ন্যায় সঙ্গত। সত্যের স্বপক্ষের আন্দোলন। যারা সত্যের পক্ষে থাকে তাদের উপরে তো নিপীড়ন নির্যাতন নেমে আসে। আমাদেরকে সকল বাঁধা অতিক্রম করতে হবে। সরকারের সকল রাষ্ট্রীয় ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
রিজভী আরও বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে এ দেশে এসে খবরদারি করছে। মনে হচ্ছে আমরা উপনিবেশের মধ্যে বসবাস করছি বাস। এটি হতে পারে না। বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যারা সমর্থন দেবে আমরা তাদেরকে স্বাগত জানাই। আমাদের রাষ্ট্রীয় শক্তি নেই আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী নেই কিন্তু আমাদের আছে জনগণ। ২৪ ঘন্টায় সারাদেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের মোট গ্রপ্তার ১৮৫ জনের অধীক নেতাকর্মী। মোট মামলা ৫টি মোট আসামি ৪৭০ জনের অধীক নেতাকর্মী। মোট আহত ১০ জনের অধীক নেতাকর্মী বলেও জানান রিজভী।
কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:১৫